স্ফটিকের উজ্জ্বলতা
বাড়ে কাটা হলে,
নইলে শোভে না গলে। ১


সুগন্ধি ধূপের ধোঁয়া
প্রেম-প্রীতি-ভালোবাসা,
নিরন্তর জোগায় আশা। ২


পুড়ে ছাই
কামনা বাসনা
নিরুদ্দেশ বিদ্বেষ ঘৃণা। ৩


কুঁড়ি ধরে, ফোটে ফুল
মধুকর আসে
জননীরা হাসে। ৪


সদসত্ বিরাজে
সকলের দেহে
অস্বীকার করো কে হে? ৫


আকারে ইঙ্গিতে চলে
বার্তা বিনিময়,
সরবে আয়ুক্ষয়। ৬


অনুভবে বোঝা যায়
বাত আছে ঘিরে,
নইলে বাঁচি কি করে? ৭


অনুতাপে দগ্ধ হয়
সব দোষ ত্রুটি,
মেলে সোনা খাঁটি। ৮


জৌলুস নিশ্চিহ্ন
শোভে না গলে
তাই বিষণ্ণ। ৯


লোনা-ব্যথা বুকে
পুঞ্জীভূত রয়
নীরবে আপনি সয়। ১০