বৈভব মেলে ধরে
রয় প্রতীক্ষায়
পতঙ্গ সোহাগে ভরায়। ১


দুর্লভ এ ধরায়
ভালো বাসা ভালোবাসা,
তবু পোষে আশা। ২


স্নেহ প্রেম লুকিয়ে
চোখের চাহনিতে,
বোধ চাই বুঝে নিতে। ৩


পাবো কি পাবো না সাড়া
বোঝা যায় সবই,
ভালোবাসি বললেই ডুব দেয় রবি। ৪


ক্রোধ দ্বেষ হলে অবসান,
হৃদয়-বীণায় বাজে
ইমনের তান। ৫


জীব আসে ফিরে যায়
কীর্তি অক্ষয় অমর
মরমি ধরায়। ৬


সতত অবজ্ঞা সয়ে
হাসি মুখ জননীর,
অগোচরে আঁখিনীর। ৭


লাগামহীন হলে
ছোটে দ্রুতবেগে,
রয় উদ্বেগে।৮


স্বপ্ন সমাজতন্ত্র
অন্তরে হোক জাগরুক
স্বদেশপ্রেমের মন্ত্র। ৯


কচিপাতা তরুশাখে
শোভা মনোহর,
পায় সমাদর।১০