উত্তাল সাগরের জল,
থামে না মোহনায় ,
উজানে ছোটে কলকল। ১


তৃষাতুর পুলকিত দেখে মরীচিকা,
ভ্রান্ত ধারণা ঘোচে
নামে যবনিকা। ২


ঘুড়ি ওড়ে আনন্দে,
সুতো কেটে গেলে
পড়ে মহাধন্দে। ৩


হিমময় মহাদেশে
আছে কত প্রাণ,
শৈল শোনে কলতান। ৪


ওরা বেশ উঠে যায়
তরতর করে,
যা পায় আঁকড়ে ধরে। ৫


ফুল হাসে পাখি আসে
কত কথা বলে,
তরুরাজি ভরে ওঠে ফলে। ৬


অন্তরে নিহিত
প্রেম ভালোবাসা
সৌরভে জাগে আশা। ৭


দাম্ভিক লৌহ দেখে অবহেলে
খানখান হবে
পড়লে হীরের কবলে। ৮


ছিঁড়ো না ফুলদল
সুবাস হারাবে
ফিরে নাহি পাবে। ৯


দুর্গম পথ
হারায়ো না মনোবল
হবেই সফল। ১০