বুভুক্ষুর মুখে
তুলে দাও ভাত,
অর্থহীন জাতপাত। ১


বিন্দু বিন্দু জল
কী ভয়ংকর!
যখন নামে ঢল। ২


মজুত অনেক কশা;
উপ যুক্ত লোক কোথা,
পারে কি তা মশা? ৩


কমলে মেরো না ঘা,
চক্ষে বহে নীর,
ওরাও এই ধরণির। ৪


ভূমি রত্নের আকর;
যা চাও পাবে,
ধরিত্রীর ভিতর। ৫


এত ভয় ছি কে!
দোষারোপ
অপরের দিকে। ৬


সাফল্যের বাহবা কুড়োই
ব্যর্থতার দায়
ফুত্কারে উড়োই। ৭


দোষারোপ করে না
অঙ্গ-প্রত্যঙ্গ কারও;
নিদর্শন পাবে আরও। ৮


বলি বলি করেও
বলা নাহি যায়,
বলা হলে কত কি হারায়। ৯


বন্ধন ক্ষণস্থায়ী,
চিহ্ন রেখে যাও,
আত্মা অমর উদ্বায়ী। ১০