.                 বন্ধু হবি আয়
               অজিত কুমার কর  


কাঠবিড়ালী সই            আয়-না কথা কই
        লেজ দুলিয়ে ছুটিস কেবল
            একলা আমি রই।
পিছন ফিরে চাস            অযথা ভয় পাস
         আমি যে তোর বন্ধু রীতা
           ওই তো কাছে বাস।
খেলার সাথি চাই        ঘরে তো কেউ নাই
          অফিসে যায় বাবা ও মা
              বড়ই ব্যথা পাই।
তাই তো তোকে সাধা আসতে কীসের বাধা
            ভালো ভালো বারবি আছে
                  আর কৃষ্ণ রাধা।
পাকা ফলটি খাও             কত তৃপ্তি পাও
        আমারও খুব ইচ্ছে করে
            একটিও না দাও।
মন পড়ে না ঘরে        কেমন কেমন করে
           হাঁসগুলো সব মহানন্দে
              দিঘির জলে চরে।
নেই কি রে তোর দায়      সময় বয়ে যায়
             বন্ধু হয়ে রইবো দুজন
               আয় রে ছুটে আয়।