স্কুলব্যাগ পিঠে রোদ বেশ মিঠে
পাঠশালা নয় দূরে
পাশে খেতে ধান বরজের পান
পথ গেছে বেঁকে ঘুরে।


ব্যাগ বাশ ভারী বইতে কি পারি?
তাই হাঁটি ঝুঁকে ঝুঁকে
ডোরা জামা গায় কালো বুট পা'য়
স্কুলব্যাজ সাঁটা বুকে।


সাথে আছে দাদু পেট তার নাদু
বলে দাঁড়া দাদুভাই
পায়ে আছে বাত এসে ধর হাত
তবে মনে বল পাই।


'বোস তরুতলে মালিশ দিই ডলে
শুধু শুধু কেন এলে?
পা তো ফুলে গেছে বাড়ে আরও পাছে
সেঁক দেব চুলা জ্বেলে।


আজ শনিবার ফিরো নাকো আর
ফিরবে ছুটির পরে'
দাদু বলে হেসে 'তবে রই বসে
নিয়ে যাবি হাত ধরে'।