খোকার ফাঁদ


সুয্যিমামা ডুবে গেল
খোকার ওঠে হাই
মা এখন ঠাকুর ঘরে
মাসির কোল চাই।


কত তারা উঠছে ভেসে
আকাশে নেই চাঁদ
আজ ওকে ছাড়বে না
খোকার পাতা ফাঁদ।



ঘুম পাড়াবে টিয়া


পিসি নাই মাসি নাই
ঘুম পাড়াবে কে?
টিয়া বলে কেন ভাবো
আমরা আছি যে।


ঠোঁটে চেপে টান দেবো
দুলবে দোলনা
ও ঠিক ঘুমিয়ে যাবে
চিন্তা করো না।