ইষ্টিকুটুম মিষ্টিকুটুম
গঙ্গা নদীর পার
নদীর তীরে বসতবাটি
এটাই অহ্ংকার।
তোমরা কত মজায় থাক
নদীর বাতাস খেয়ে
পাল তুলে যায় পণ্য নিয়ে
অচিন গাঁয়ের মেয়ে।
জোয়ারভাটা নদীর বুকে
প্রতিদিনের খেলা
নৌকাগুলো ভাসিয়ে দিয়ে
সাগরে জাল ফেলা।
ঝঞ্ঝায় উথাল পাতাল
উপচে বহে জল
দু'এক্দিন কষ্ট ঠিকই
বাড়ায় মনোবল।
নদীর দেখা পাই না আমি
শালপিয়ালের বন
বাঁশের বাঁশি ধামসা মাদল
ভুলিয়ে রাখে মন।
ক্লাসের ফাঁকে চোখে আমার
ঢেউয়ের ছবি ভাসে
ইচ্ছে করে পালাই ছুটে
অবুঝ মনটা হাসে।