রাতেরবেলা চোর ঢুকেছে
খিড়কি দিয়ে ফাঁকে
পান্তাভাতের হাঁড়ি ছিল
রান্নাঘরে তাকে।
আলুপোস্ত চিংড়িমাছ
শিকেয় ছিল ঢাকা
খিদের চোটে নতুন চোর
ক'রল সবই ফাঁকা।
পান্তা খেয়ে ঘুমে কাতর
মেঝেয় পড়ে শুয়ে
ভোরের বেলা গিন্নিমা
চেঁচিয়ে ওঠে ভয়ে।
ধড়ফড়িয়ে উঠেই চোর
পা জড়িয়ে ধরে
পেটের জ্বালায় ঢুকেছি মা
খেয়েছি পেট ভরে।
ছেড়ে দাও গো মা জননী
ক'রব না আর চুরি
ভুল করেছি ঘাট হয়েছে
বলছি শপথ করি।
একদম চুপ গিন্নিমা
বলল ইশারায়
খিড়কি দিয়ে তাড়াতাড়ি
চোর পালিয়ে যায়।