সকাল হলে রাতের বিদায়
রাঙে পুবাকাশ
পাখিরা সব নীড় ছাড়ে
নেইকো অবকাশ।
সকাল হলে মিষ্টি হাওয়া
ব্যায়াম হাঁটা শুরু
পাতার ফাঁকে শিউলি হিজল
ঝরে ঝুরু ঝুরু।
সকাল হলে দুধের গাড়ি
কাগজ বিলির তাড়া
বেড-টী হাতে কখন ঢোকে
কানটা রাখে খাড়া।
সকাল হলে খোকাখুকুর
বড়ই জ্বালাতন
স্কুলের গাড়ি এল বলে
সাজাতে দেয় মন।