'পিছন ফিরে তাকাস কেন
পা চালিয়ে চ
বেলা যে হায় পড়ে এল
থামলি কেন ক?
পাকুড় বনে দস্যু থাকে
গায়ে ভীষণ জোর
আঁধার রাতে ঘুরে বেড়ায়
লাগবে রে ভয় তোর।
চওড়া ওদের বুকের গড়ন
কুচকুচে রঙ কালো
ভাঁটার মতো জ্বলে ওঠে
পড়লে চোখে আলো।'
ভয় পেয়ে ও জড়িয়ে ধরে
লুকোয় নিজের মুখ
'ব'লো না মা অমন কথা
বুক করে ধুকপুক।
পা চালিয়ে চলবো এবার
করছি মা গো পণ
সুয্যি ডোবার আগেই দেখো
পেরিয়ে যাবো বন।'