কখন কী যে ইচ্ছে করে
নিজের জানা নাই,
চোখে কিছু লাগলে ভালো
সেটাই যেন পাই।


শো-কেসে ঐ মিষ্টিগুলো
ড্যাবড্যাবিয়ে চায়,
সব কিছু যে ঘেরাটোপে
নাগাল পাওয়া দায়।


পাড়ার সুকু বাজায় যখন
পাতার তৈরি বাঁশি,
সুরটা খুবই মিঠে লাগে
মাসি ধরায় কাঁসি।


কাঁসি ফেলে ছুটে পালাই
সুকুর কাছাকাছি,
হাতে দিলে বাজাই আমি
তাথই তাথই নাচি।


লাটাই হাতে বিকেল বেলা
রুপুল ওড়ায় ঘুড়ি,
মনটা আমার রয় না ঘরে
পাখনা মেলে উড়ি।