জলের ওপর ব্যাঙবাজি
খোলামকুচি লাফিয়ে চলে
পাড়ে বসে দেখছে ব্যাঙ
ঘাড় উঁচিয়ে মুখ তুলে।
খুকুর হাতের কেরামতি
খোলামকুচির ডিগবাজি
আবাক হয়ে ভাবছে ব্যাঙ
এ কোন্ ব্যাঙের কারসাজি!
এমন যদি শিখতে পারি
পদক আমি পাবই পাব
অলিম্পিকে উড়বে নিশান
জাতীয় গীত আমিই গাব।
হাততালিতে উঠবে মেতে
গ্যালারিতে জয়ধ্বনি
মান বাড়বে দেশমাতার
মা গো আমি তোমায় নমি।