পুষি টুসি বিড়াল দুটি
বাবুসোনার পোষা
খেলে খায় ঘুমায় ঘরে
করে না কভু গোঁসা।
টেবিল 'পরে সাজিয়ে দিয়ে
খোকার জন্য কেক
মা চলে যায় রান্নাঘরে
করতে রুটি বেক।
বিড়াল দুটি কাছেই ছিল
খোকার দেখা নাই
আহামরি! এই তো সুযোগ
কেক নিয়ে পালাই।
দুটুকরো হয়েই গেল
টানাটানির ফলে
একটা ছোট একটা বড়
কী হবে তাহলে?
গাছের ডালে বসে বাঁদর
পাচ্ছিল বেশ মজা
নেমে বলে করছি বিচার
দুজনে চোখ বোজা।
বাধ্য হয়ে যেমনি তারা
চোখ বন্ধ করে
একটু একটু খায় বাঁদর
নিজেই পেট ভরে।
ক্ষণেক পরে দেখে তারা
কেক বাঁদর হাওয়া
কপাল চাপড়ে বলে তারা
ভাগ্যে নাই খাওয়া।
এসো আমরা শপথ করি
এমন কাজ না করি
বিবাদ হলে হাত মিলিয়ে
মীমাংসা জরুরি।