নেড়া মাথায় পুরুতঠাকুর
যাচ্ছে মন্দিরে
তাই না দেখে কাঠবিড়ালী
থামায় হাত ধরে।
টিকি ছাড়া বামুন ঠাকুর!
তা কখনও হয়
দিচ্ছি আমার বাহারি লেজ
একটুও নেই ভয়?
ধন্য ধন্য বলবে তোমায়
ভক্তরা ভেট নিয়ে
দুলিয়ে টিকি হাসিমুখে
ধরবে দুহাত দিয়ে।
ফেরার পথে দিয়ে যেও
কিছুটা ফলমূল
লেজটা তখন জুড়ে নিয়ে
খাবো পূজার কুল।