গনার বাবার নাক ডাকে
বাঘের মতো গর্জন
ঘুম ধরে না পাশে শুয়ে
মাথা ঘোরে বনবন।
চোখ বুজে ফন্দি আঁটে
কী করা যায় এখন
অনেক ভেবে নিয়ে আসে
বাটিভর্তি মাখন।
বাটিসুদ্ধ মাখন যেই
নাকে চেপে ধরে
হুড়মুড়িয়ে লাফ দিয়ে
ছুটে পাশের ঘরে।
ঠেলা মেরে বৌকে ডাকে
ওঠনা গনার মা
নাকের ওপর মামদোর
ময়লা এক ধামা।
আচমকা ঘুমটা ভাঙে
হকচকিয়ে চায়
ক্ষ্ণেক পরে বুঝতে পারে
শুধু হেসে গড়ায়।