দাদা দেখি দোকান থেকে অনেক বেলুন কিনে
লুকিয়ে রাখে সিন্দুকে
ঠিক করেছি আগেভাগে ফুটাবই আলপিনে
যদি না দেয় আমাকে।
দাদাকে বলি 'আমার নেই দেনা বেলুন দুটো
অনেক আছে তোর'।
'কে বলল বেলুন আছে ? এখান থেকে হটো
কেবল পড়ার চোর'।
'তোর কি পড়া নেই রে দাদা কেন শুধুই বকিস,
খুঁজিস আমার দোষ;
ছাতের ওপর লুকিয়ে তুই যে বিড়ি ফুঁকিস
মোটেই দোষী নোস?
অফিস থেকে মামা এলে, সবই বলব তাকে
বুঝবি তখন ঠ্যালা,
তখন কিন্তু দিবিনা একটুও দোষ আমাকে
ঘুচবে তোর র্যালা।'
অনেক ভেবেচিন্তে দাদা আমায় ডাকে কাছে
'এই নিয়ে যা দশটা'
'সেই তো দিলি এতগুলো, ব্যাগড়া দিলি আমাকে
খুশি এখন মনটা'।