খিদের জ্বালায় খিন্ন দাঁড়াশ ঢোকে বনে রাতে
চিতল হরিণ দেখতে পেয়ে কামড়ে ধরে পা-তে।
এক খাবলা মাংস খেয়ে সর্পকুমার হাসে
কুফল ফলে ঝাঁকড়া শিং ওঠে মাথার পাশে।
আপদ বুঝে ভিরমি খায় ছুটে ওঝার বাড়ি
ওঝা বলে খসবে শিং জলদি খেলে তাড়ি।
দেখতে পায় হাঁড়ি ঝুলে তালে নদীর চরে
তরতরিয়ে উঠে খেল তাড়ি উদর ভরে।
নেশার চোটে ঘোরে মাথা দেখে সরষেফুল
যেইনা পড়ে উধাও শিং নাইস ওয়ান্ডারফুল!
জ্ঞান ফিরলে বুঝতে পারে শিং নেইকো মাথায়
বুক উঁচিয়ে নেচে নেচে সেলাম জানায় ওঝায়।