মিলির বোন রুম্পার বাটিতে দুধ মুড়ি
খাচ্ছে বসে বিকেলবেলা পাশে বেড়াল বুড়ি।
পাখির মতো উড়ে এসে একটা আরশোলা
যেই বসে রুমুর ঘাড়ে ফাটায় জোরে গলা।
উল্টে যায় মুড়ির বাটি সারা মেঝের 'পর
মেনি বুড়ির সে কী হরষ সয় না মোটে তর।
চেটেপুটে একটু একটু  বেড়াল বুড়ি খায়
তাই না দেখে রুম্পারানি শুধু কেঁদেই যায়।
দিদি বলে রুম্পুসোনা কাঁদিস কেন তুই?
এবার কী দিচ্ছি দেখ, গুড়মাখানো খই!