ন্যাড়ার বাবা ভেড়া কাঁধে যায় দূরের হাটে
বিক্রি করে জোড়া হাঁস আনল নিজ বাটে।
ক'দিন ধরে ন্যাড়া কেবল বায়না ধরে বলে
দাওনা বাবা হাঁস কিনে পুষব আমি জলে।
জোড়া হাঁস পেয়ে ন্যাড়ার বেজায় খুশি মন
খেলা ভুলে চোখের আগে রাখে সারাক্ষণ।
দুমাস পরে পাতিহ্ংসী যেইনা পাড়ে ডিম
হাতে নিয়ে মহানন্দে নাচে তাধিন ধিন।
মনে মনে ভাবল ন্যাড়া আরো তো চাই হাঁস
ডিম ফোটাতে ওদের ঘরে বিছায় শুষ্ক ঘাস।
ফুটফুটে সাত ছানা বেরয় ডিমের ভিতর থেকে
গুগলি ভেঙে দেয় সে খেতে ঘরের মধ্যে রেখে।
দিনে দিনে বাচ্চাগুলো ডাগরডোগর হয়
বাড়ল হাঁসের সংসার ন্যাড়ার বাবা কয়।
কিছু ছানা বিক্রি করে হলো উপার্জন
সকল দেনা শোধ করে ভরে বাবার মন।
কোলে তুলে আদর ক'রে ন্যাড়ার চুমু খায়
তোর জেদেই হলো খোকা ঘুচল ঋণের দায়।