খোকা শুধায় জড়িয়ে ধরে
বল মা আমায় বল
সকাল থেকে ঝরছে এত
কোথায় ছিল জল?


চানের সময় ঝারি দিয়ে
একটুখানি ঝরে
মেঘের নীচে ফুটোই আছে
তাইতো পুকুর ভরে।


মা হেসে কন না রে খোকা
অমন কিছু নয়
রবির তাপে সাগরের জল
বাষ্পীভূত হয়।


ঠান্ডা পেয়ে বাষ্প জমে
মেঘ হয় সঞ্চার
দখিন বায়ুর হাতটি ধরে
সুদূর পাড়ি তার।


ঘনীভবন অধিক হলে
অঝোরে যায় ঝরে
এই কথাটি খাঁটি খোকা
ধরণি রাখে ধরে।