মুলোর মতো দাঁত
লম্বা দুটি হাত
গোল গোল লাল লাল চোখ তার,
লালা ঝরে কষ বেয়ে
ডাকলেই আসে ধেয়ে
ধরলে সে নিস্তার নেই আর!


কী বিশাল চেহারা!
শোনে শুধু কাঁদে কারা
ঘুরে দেখে বড় বড় পা ফেলে,
করো যদি দুষ্টুমি
এসে যাবে তক্ষুনি
ধরে নিয়ে চলে যাবে জঙ্গলে।


যদি তুমি কথা শোনো
ডাকব না কক্ষনো
বলে দেব চলে যেতে বহুদূর,
"ক'রবো না বদমাশি
তাড়াও মা রাক্ষসী
সাগর পারে সুদূর লঙ্কাপুর"।