চারাগাছ বড় হয়
      ফোটে ফুল ডালে
প্রজাপতি মধু খায়
      কত শোভা ঢালে।


মৌমাছি গুনগুন
      করে অবিরাম
ভোমরাও গান গায়
      শান্তির ধাম।


লতাপাতা ফলমূল
      খেয়ে বাঁচে প্রাণী
প্রাণবায়ু দেয় গাছ
      সকলেই জানি।


এসো এসো ভাইবোন
      হাত দিই কাজে
পুঁতি রোজ চারাগাছ
      খুশি হবে মা যে।


জল দিতে ভুলো নাকো
      প্রাতে প্রতিদিন
ধীরে ধীরে বড় হবে
      নয় আলাদিন।


উপভোগ কর শুধু
      ছিঁড়ো নাকো ফুল
ডালে ডালে ফুটে থাক
      রূপসি অতুল।