রাত্রি হ'লো ভোর
     পুব গগনে সূর্য ওঠে
           ঘুম ভাঙেনি তোর!


ঠান্ডা বায়ু বয়
     বেরিয়ে পড় দুজনে যাই
           কীসের এত ভয়!


পাখির কলতান
     মেলবে ডানা ওরা এবার
            শুনবো পেতে কান।


শিশিরকণা ঘাসে
     রৌদ্র এসে জাগিয়ে দিল
            মুক্তো হয়ে হাসে।


একটু জোরে ছোট
     তবেই হবে শরীর তাজা
          খুলে ফেল-না কোট।


কোয়েল ডাকে দূরে
     দিঘির বুকে কমল ফোটে
          মন মাতানো সুরে।