বর্ষা শেষ         শোভন বেশ
           আকাশ ঘন নীল
শিউলি ফোটে       মধুপ জোটে
           পদ্মভরা ঝিল।


পুলক রাশি          মুচকি হাসি
        পড়াতে নেই তাড়া
কখন বলে          'যাওনা চলে'
       কানটি রাখে খাড়া।


আসবে মা যে            ঘন্টা বাজে
          মাতবে কাছে পেয়ে
পুজো-ক'দিন          নাচা তা ধিন
          সকল ছেলেমেয়ে।


উড়ছে মন             কাশের বন
         কখন শুরু পূজা
কামিজ গায়ে        ত্রস্ত পায়ে
        দেখবে দশভুজা।


অঢেল মজা          পাঁপর গজা
        চলবে ঘোরাঘুরি
রোজ দু'বেলা        লোকের মেলা
        মনটি যাবে চুরি।