কোথা থাকো জোড়াসাঁকো?
    আমার কুটির ছোটো,
নদী আছে       পাখি গাছে
  পঁচিশ তারিখ জোটো।


নদী পাড়ে     আড়ে আড়ে
    কেমনে কাটাই দিন!
তুমি এলে      ডানা মেলে
     নাচবো তাধিন ধিন।


নদীচরে         গোরু চরে
     গজায় প্রচুর ঘাস,
দেখি আমি      পথে নামি
    এখন বোশেখ মাস।


রূপবতী          শিলাবতী
     ছলাৎ ছলাৎ ঢেউ,
নাহি ডরি       ভাসে তরি
  নাই বা রইলো কেউ।


রোজ ভাবি      খাই খাবি
   একলা রাত্রে দিনে,
দিন কাটে      মাঠে ঘাটে
    আমার সঙ্গী বিনে।


তুমি রবি         বড় কবি
    শ্রদ্ধায় বাসি ভালো,
আছি আশে  এসো পাশে
    সুধার ভাণ্ড ঢালো।


আজ তোমার জন্মদিন এবং
মাতৃদিবসও।
তোমাকে ও সকল মা কে
আমার সশ্রদ্ধ প্রণাম।