পাহাড়-ভরা গাছগাছালি
ঝরনা গেছে নেমে,
দিনেও আঁধার এমন ঘন
পথটি গেছে থেমে।


বাঘের ছানা দেখছে বসে
নিজের ছায়া জলে,
সারা গায়ে অজস্র দাগ
যাচ্ছে না তো গুলে!


ডোরাকাটা একটুও নয়
কেবল চাকা চাকা,
গুণে দেখে সাতশো পঁচিশ
সারা দেহেই আঁকা।


নিজের দিকে দেখল চেয়ে
একই রকম দাগ,
ডোরা ছাপ তো একটিও নেই
তাই বলে না বাঘ!


মা তাঁর গেছে গভীর বনে
পেট ভরানো দায়,
দাগ-রহস্য জেনে নেবে
এখন নিরুপায়।


শিকার-মুখে আসতে দেখে
ছোটে বাঘের ছানা,
ছোটো এক চিতল হরিণ!
হবে জবর খানা।


খাবার পেয়ে ভুলেই গেল
প্রশ্ন মনে যত,
এখন ওরা ঝোপের আড়ে
মাংস খেতে রত।