গায়ে কম্বল তবু কাঁপি
শীতে বেজায় কাবু
সারাদিন ঝরছে তুষার
পড়বে ঢাকা তাঁবু।


দুপুরবেলা খিঁচুড়ি আর
গরম তেলেভাজা
এ খাবারের তুলনা নাই
শরীর রাখে তাজা।


এত শীতেও সারসজুটি
করছে জলকেলি
শাপলা শালুক অপলকে
দখছে আঁখি মেলি।


পাশেই শুয়ে পোষা  কুকুর
মুখটি তুলে চায়
কম্বলের একটুখানি
দিয়ে দিলেম গায়।


গলায় ধরে মাথাটি ওর
নিয়ে নিলেম কোলে
মুখের দিকে চেয়ে এবার
চক্ষু দু'টি খোলে।