ভোর থেকে অবিরাম বৃষ্টির ঝরঝর
উড়ে গেল এক ঝাঁক গাঙচিল
চেয়ে আছি অপলকে জানালার রড ধরে
আঙিনায় কেঁচো করে কিলবিল।


আষাঢ়ের প্রথমেই তৃপ্তির বরিষণ
দুমাসের দাবদাহ অবসান
জীবকুল ফেলে আজ স্বস্তির নিঃশ্বাস
জল পেয়ে ভেক জুড়ে কলগান।


বৃষ্টিতে সারা মাঠে জমে গেছে বেশ জল
চাষবাস শুরু হবে শিগগির
বোনা হবে বীজ ধান উঁচু কোনও জমিতে
তাই নিয়ে কৃষকের তদ্বির।


মেঘ ফুঁড়ে রোদ হাসে রামধনু আঁকা হয়
জলে নেমে আমাদের হইচই
ছুটে যায় জাল হাতে উত্সাহী লোকজন
মন চায় ছুটে গিয়ে ধরি কৈ।


বাবা ছিল ইস্কুলে ফিরে এল সন্ধ্যায়
হাতে দেখি বড় বড় কই মাছ
বাবা বলে 'সবগুলো পড়ে ছিল রাস্তায়
পাশে ছিল বড় এক বট গাছ'।


মা-ও এল কাজ ফেলে দেখে হয় খুশি খুব
বকবক করি আমি জোরদার
আজ যেন উত্সব সকলের হাসিমুখ
ওই কথা মুখে মুখে বারবার।