জন্মেছি মা তোমার কোলে
চলছি আমি টলে টলে
স্বপ্ন দিয়ে তুলছ গড়ে
যত্নে ভালোবেসে।


ঘুম ভেঙেছে পাখির ডাকে
রবি মামা আঁধার ঢাকে
স্নানটি সেরে খুব সকালে
ডাকো আমায় হেসে।


পর তুমি হলদে শাড়ি
পুজো কর ঘন্টা নাড়ি
বাতাসা আর কপালে টিপ
দিচ্ছ পূজার শেষে।


প্রদীপখানি হাতে ধরে
আশিস করো শিরোপরে
তাকিয়ে রই মুখপানে
খুশিতে যাই ভেসে।