কী অনুপম
বক বকম
পায়রার কলরব,
খাবার খায়
উড়ে বেড়ায়
দলবেঁধে ওরা সব।


নিরীহ বেশ
ক্লান্তিলেশ
যেতে পারে বহুদূর,
বার্তা নিয়ে
যায় পেরিয়ে
পাহাড় সমুদ্দুর।


পথ ভোলে না
ঝাপটে ডানা
বাসাতেই আসে ফিরে,
আদর খায়
ঘাড় বাঁকায়
সকলেই দেখে ঘিরে।