মাগো আজ হয়নি পড়া
কোরো না রাগ
ছবি আঁকার খাতায় শুধু
কেটেছি দাগ।
ইচ্ছে ছিল আঁকি এক
ময়না পাখি
গলায় ওর পরিয়ে দিই
রঙিন রাখি।
ইচ্ছেপূরণ হলো না তাই
খাচ্ছি পাক
কী সুন্দর আঁকে দিদি
লাগায় তাক।
কতই বলি শিখিয়ে দে
আঁকব ছবি
আমার দিকে তাকিয়ে বলে
তুই তো কবি।
শুনেই বলি এদিকে আয়
শুনবি যদি
লিখেছি কাল অনেক ভেবে
পঞ্চপদী।
তাই নাকি রে শোনা তবে
একটু খানি,
শুনে তুই হাসবি না তো-
দারুণ ফানি!
শোন তা হলে কী লিখেছি
চুপটি করে
মাও শুনুক ডাক না কাছে
ক্ষণেক তরে।
"মাছ খাবে না আর
  বলে বারংবার।
   পাচ্ছে হাসি
  বিড়াল মাসি
যাবে হরিদ্বার"।