সাগরবেলায় লাল কাঁকড়া
        ছলাত্ ছলাত্ ঢেউ
লুকিয়ে পড়ে বালির ভিতর
        নাগাল পায় না কেউ।


জোয়ার এলেই নিরুদ্দেশ
        ওরা কি ভয় পায়!
কত যে হয় কষ্ট ওদের
       কী যে খাবার খায়!


দমকা হাওয়া বালি ওড়ায়
       কাঁপে ঝাউয়ের পাতা
এক ঝটকায় উড়িয়ে দিল
        খুকুর রঙিন ছাতা।


ভাটা হলেই চরের ওপর
        কত ঝিনুক পড়ে
কচিকাঁচার দারুণ মজা
       ঘোড়ার পিঠে চড়ে।


স্নানের মজা পেতেই হবে
       ঝাঁপিয়ে পড়ে জলে
দুঢোক জল খেয়ে ফেলেই
       পড়ল হেসে ঢলে।


জেলেরা সব নৌকা ভাসায়
      দেবীর পুজো দিয়ে
ফিরবে ওরা হাপর ভরা
      তাজা ইলিশ নিয়ে।