ফোকলা দাঁতে ধোকলা খেয়ে
          খুশিতে নেই ভাটা
দাদুর বয়স আটাত্তর
          টগবগিয়ে হাঁটা।


পথ চলতে পিছোয় না সে
          নেয় না হাতে লাঠি
আমিও যাই দাদুর সাথে
          অগ্র ভাগে হাঁটি।


ঠাম্মা-দাদু কত আপন
          সারাক্ষণের সাথি
ওদের কাছে গল্প শুনে
          স্বপ্নে মালা গাঁথি।


রসিক খুবই আমায় বলে
          ঠাম্মাকে দে ডেকে
একা একা ভাল্লাগে না
          কাগজে মুখ ঢেকে।


শিলনোড়াতে পানটি ছেঁচে
          ধরিয়ে দিলে হাতে
দাদু বলে কী সোনা তুই
          আবার দিবি রাতে।