গভীর রাতে ফিরছি একা
রেলগাড়িতে ভূত!
নাকি সুরে শুধায় আমায়
কেলো ভূতের পুত।


"এঁই বঁগিঁতেঁ কেঁউ চঁড়েঁ নাঁ
তুঁই কিঁ পুঁরোঁ কাঁনাঁ
মহেঁশপুরেঁ ওঁঠাঁর সঁময়
কঁরেঁ নিঁ কেঁউ মাঁনাঁ?"


এই কামরায় সত্যি একা
ওঠেনি কেউ আর
নেমে যাবার উপায় নাই
ভূতই দখল দার!


"পাঁশেঁর বঁগিঁ লোঁক ভঁর্তিঁ
উঁঠলিঁ কেঁনঁ এঁকাঁ
আঁধাঁর ভঁরাঁ নিঁশুঁত রাঁত
কীঁসেঁর এঁতঁ ঠেঁকাঁ?"


দারুণ বেগে ছুটছে গাড়ি
শুকিয়ে গেছে ঠোঁট
আজকে বুঝি এখানেই শেষ
ওরা যে একজোট!


ভয়ে আমার দিচ্ছে কাঁটা
কেঁদেই ফেলি আমি
কুসুমপুরে থামলে বাঁচি
মাঘের শীতেও ঘামি।