সকাল থেকে বৃষ্টি ঝরে
মুখটি খুকুর ভারী
জানলা ধরে দাঁড়িয়ে ভাবে
থামবে নাকি বারি !


মনের কথা বুঝতে পেরে
বৃষ্টি শুধায় ডেকে
দু'এক কলি দাওনা গেয়ে
গীতাঞ্জলি থেকে।


শুনতে চাও শুনিয়ে দেবো
একটু খানি রোসো
আনছি আমি গীতাঞ্জলি
জানলা পাশে বোসো।


"দিনের আলো নিবে এল
সুয্যি ডোবে  ডোবে
আকাশ ঘিরে মেঘ জমেছে
চাঁদের লোভে লোভে।"


বৃষ্টি এবার বিদায় হও
যাওনা ওগো থেমে
বাইরে গিয়ে একটু খেলি
যাচ্ছি ঘরে ঘেমে।


সকাল থেকে ঝরছি বলে
আজকে পেলে ছুটি
তা না হলে শরীর হতো
কাদায় লুটোপুটি।


বৃষ্টি পড়ে টাপুর টুপুর
মিষ্টি সুরে গান
তোমারও ঠিক লাগবে ভালো
শুনলে পেতে কান।


পুকুর ডোবা জল বিহনে
শুকনো পড়ে রবে
মানুষ পশু কষ্ট পাবে
মরু সৃষ্টি হবে।


তুমি কি চাও বিদায় নিয়ে
এখনি চলে যাই
আর কখনও ডাক দিয়োনা
তা হলে বাই বাই।