"হ্যালো, আমি টুসি বলছি -
সরি মা গো সরি
ব্যস্ত ছিলাম সকালবেলা
কী করে ফোন করি।


মাটির নীচে গুহার গায়ে
কত চিত্রকলা
মুগ্ধ হয়ে দেখেছি সব
মুখে কী যায় বলা।


কত দিনের পুরোনো কাজ
অটুট আছে সব
নজর রাখে যত্ন করে
অতুল্য বৈভব।


পরের মাসে ফিরব বাড়ি
টিকিট কাটা আছে
চিন্তা কিছু করো না মা
গুরুজি তো কাছে।


আজ তাহলে ছাড়ছি মা গো
খিদে পাচ্ছে খুব
চতুর্দিকে আলোর মেলা
সূর্য দিল ডুব।"