এখন খুবই পড়ার চাপ
হিন্দি মিডিয়াম
বাঙলা বুঝি ভুলেই যাব
কী দশা হায় রাম!


বাঙালিরাও হিন্দি বলে
বাঙলা বলে না
মাতৃভাষা মিষ্টি কত
ওদের বাধে না!


কষ্ট করে নিজেই বুঝি
কী আর করি বল
এ কী মা সেই শৈশবের
প্রথম কর খল।


বৃষ্টি যেন থামে না আর
ঝরছে সারাদিন
ট্রেনলাইনও জলের নীচে
অবস্থা সঙ্গীন।


খেয়েছি আজ খিঁচুড়ি আর
দুটো ইলিশ-ভাজা
এখন বসে লিখছি আমি
পড়েছি কাল যা-যা।