গান গাইলাম তিনটে আমি
কেক কাটার পরে
"আজকে তুমি কোন্ অতিথি
এলে আমার ঘরে"।


দ্বিতীয় গান ওদের চাওয়া
কচিকাঁচার ভিড়
"সকাল হলে রয় না ঘরে
ছাড়ে বিহগ নীড়।


"জীবন হবে পরিপূর্ণ
হবে সূর্যোদয়
তোমার আলো মুছবে কালো
করবে তুমি জয়।"


হাত তালিতে ভরিয়ে দিল
গান তিনটি শুনে
এবার বলে নাচটা দেখাও
কী আছে আর তূণে!


গানটি বাজে মধুর সুরে
তালে তালেই নাচি
"চোখের বাঁধন খুলো নাকো
খেলছি কানামাছি"।