দিলাম আমি উজাড় করে
এবার তিথির পালা
তোমার গান শুনব সবাই
খোল এখন ডালা।


আমাকে গান গাইতে হবে
শোনাই শোনো তবে
"আকাশ জুড়ে মেঘ জমেছে
বৃষ্টি হবেই হবে।


আষাঢ় গেল শ্রাবণ এল
মেঘের দেখা নাই
বরাত ভালো আজকে তবু
প্রাণ জুড়াবে ভাই।


আঁধার যেন আসছে ছেয়ে
বৃষ্টি হল শুরু
বিজলি চমক ক্ষণে ক্ষণে
মেঘের গুরুগুরু।


নৌকো গড়ে ভাসিয়ে দেব
আয়রে তোরা আয়
ভিজব জলে করব মজা
আজকে রোখা দায়।"


"কেউ ভিজ না সর্দি হবে
নৌকো ভাসাও জলে"
আদর করে বলেই মাসি
নিজেই গেল চলে।