যতই বলি আজকে ছাড়
কাজ রয়েছে কত
কোনোমতেই ছাড়ে না সে
জাপটে ধরে তত।


কী আর করি রয়েই গেলাম
কতই মজা রাতে
সারাদিনের পরিশ্রমে
নিদ্রা আঁখিপাতে।


সকালবেলা বাসায় ফিরি
চা-বিস্কুট খেয়ে
"এসো আবার" বলল তিথি
রইব পথ চেয়ে।


ভালোবাসার এমনই টান
ছিন্ন করা দায়
কোমলমতি শিশুরা সব
আদর পেতে চায়।


ঘরে ফিরেই আমার চোখে
তিথির ছবি ভাসে
খেলার সাথি কোথায় পাবে
পুতুল দেখে হাসে।