কতরকম ঝিনুক-দুল
মনমোহিনী হার
কিনে দিলাম একটা করে
আমার উপহার।


হাতে পেয়েই বেজায় খুশি
এবার ছোটে গাড়ি
মোহনাটা দেখার জন্য
তালসারিতে পাড়ি।


তৃষা মেটাই ডাবের জলে
মিষ্ট সুমধুর
ভিন রাজ্যে পৌঁছে গেছি
বাজে অন্য সুর।


সাগর-নদীর মিলনভূমি
দৃশ্য অনুপম
দিগন্তটা মিশে গেছে
সাগরে একদম।


লাল কাঁকড়া স্পর্শকাতর
ছুটছে দ্রুত বেগে
ধরতে গিয়ে নাকাল হলাম
তবুও থাকি লেগে।


সূর্য ডোবে আঁধার নামে
এবার ফেরার পালা
নিশিযাপন বিপাশাতেই
প্রিয় পান্থশালা।