এক গাড়িতে উঠিয়ে দিয়ে
রইল ক্ষণেক চেয়ে
হাতটি নেড়ে বিদায় দিল
চলল টোটো ধেয়ে।


একে একে নামল সবাই
সবার শেষে আমি
ঘরে দেখি অনেক কুটুম
দিল্লী থেকে মামী।


ইলিশ মাছ দেখতে পেয়ে
কাটতে লাগে মাসি
"রাত্রে তবে খিঁচুড়ি হোক'
শুনে সবার হাসি!


কী ভালো যে লাগছে ফিরে
মনটা গেল ভরে
খুশির স্রোতে ভাসি ক'দিন
হইহল্লা করে।


মাসিবাড়ি বিকেলবেলা
গেলম টোটো চড়ে
নেমে গেলাম মিষ্টি নিয়ে
রানিহাটি মোড়ে।


তিতলি পিকু মিষ্টি পেয়ে
হলো বেজায় খুশি
'কী এনেছ আমার জন্য'
শুধায় এসে পুষি।