কীভাবে যে ফুরিয়ে গেল
ছুটির ন'টা দিন
আর মাত্র ছ'দিন বাকি
হৃদয়ে চিনচিন।


বাণীর বাড়ি যেতেই হবে
মাসির নিমন্ত্রণ
ভাবছি যাব আগামীকাল
সামনে রাধাবন।


বিকেলবেলা বেরিয়ে পড়ি
মাইলতিনেক পথ
আধঘন্টায় পৌঁছে দিল
এনায়েতের রথ।


কখন আসি দাঁড়িয়েছিল
এগিয়ে এল হেসে
এখনও সব অটুট আছে
এই বঙ্গদেশে।


বাণীর মাকে প্রণাম করি
বাবাও ছিল ঘরে
যেমনি আমি মাথা নোয়াই
হাতটি আমার ধরে।


আশিসটুকু মাথায় নিয়ে
বসি মাসির পাশে
ক্ষীরের মোয়া ধরিয়ে দিয়ে
মিষ্টি হাসি হাসে।