একটু পরে ফুলকো লুচি
সাথে বেগুনভাজা
ছোলার ডাল ভেটকি ফ্রাই
ঘরে তৈরি খাজা।


এবার বসে গানের আসর
প্রথমে গায় রামী
রামী হল বাণীর বোন
তার পরেতে আমি।


গোটাসাতেক গাইতে হলো
নানারকম গান
প্রথমে গাই "পুষ্প হলো
ধরার সেরা দান।


পূজায় লাগে মন রাঙায়
জোটায় অলিকুল
মা'র চরণে অর্ঘ্য দিই
কত রকম ফুল।"


এবার বলে নাচতে হবে
রাখতে হলো কথা
পোশাক ছাড়া অঙ্গ দোলে
চাইনি দিতে ব্যথা।


সবাই বলে 'দারুণ হলো
তৃপ্তি দিলি মনে
কোথাও কোনও খামতি নেই
নৃত্য নিবেদনে।'