রাত্রিটুকু কাটিয়ে দিয়ে
খুব সকালে বাড়ি
আর তো হাতে সময় নেই
পরশু ভোরে গাড়ি।


ফুরিয়ে গেল মিলনমেলা
এবার যাবার তাড়া
যাবার আগে উঠল জেগে
পুরো শেয়ালপাড়া।


ব্যাগপত্র গুছিয়ে ফেলি
বিদায় নেবার পালা
খুশিতে বেশ কাটল দিন
মনে বিয়োগজ্বালা।


বম্বে যাব দুরন্ততে
হাওড়া থেকে ছাড়ে
বেরিয়ে পড়ি সকালবেলা
মা-বাবা হাত নাড়ে।


বিরস মনে ফিরছি আমি
বি সেভেনে সীট
সবার দেখি ওঠার তাড়া
অযথা খিটমিট।


টিফিন দিল জলও দিল
ছুটছে গাড়ি জোরে
কখন হল সবই সাবাড়
ছিলাম আমি ঘোরে।


বাড়ির কথা পড়ছে মনে
উঠছে ভেসে মুখ
হাসি-কান্না বিয়োগ-ব্যথা
কখনও দুখসুখ।