টগর বেলি যুঁই
ফুটেছে আজ মেলা
প্রজাপতি ভ্রমর এসে
জমিয়ে করে খেলা।
টুনটুনি বৌ একটু দূরে
দেখছে চেয়ে ঘুরে ঘুরে
শিস দিয়ে সে উঠল ডেকে আয় রে টিয়া আয়।

এল টিয়ার দল
বসল এসে ডালে
মন রাঙাতে কনকচাঁপা
গন্ধসুধা ঢালে।
এমন সময় উঠল ডেকে
সুরের রানি দূরের থেকে
মুগ্ধ হয়ে এরা সবাই ওদিক পানে চায়।


এ যে মিলনমেলা
দাঁড়িয়ে খুকু গেটে
ওরাই মন ভরিয়ে দিল
বিষাদ গেল কেটে।
পড়াতে মন বসেনি তার
ডাকে বাবা বারংবার
এবার খুকু ঘরের ভিতর  হাসি মুখেই যায়।