তুলো ভরা নীলাকাশ
উল্লাসে হাসে কাশ
প্রকৃতির নব সাজ চতুর্দিকে,
ব্যস্ততা দিনভর
নেই কোনও অবসর
চিন্ময়ী রূপ দেয় মৃন্ময়ীকে।


কত শতদল ফোটে
প্রজাপতি অলি জোটে
ভেসে আসে সৌরভ আকুল করা,
গাঁদাফুল হেসে বলে
আমি কত ঝলমলে  
দেবো মা কে অর্ঘ্য আঁচলভরা।


ঢাক ঢোল ঝাঁজ বাজে
মহামায়া রণসাজে
ধূপের  সুরভি  ছড়ায় প্রাঙ্গণময়,
পোশাকের কী বাহার
বয়সের আজ হার
মহানন্দে মাতে, ঘরে কে বা রয়।