ভালো ছড়ার আকাল এখন
পড়ার জন্য কাড়াকাড়ি
শানাও এবার কলম কবি
আর দেরি নয় তাড়াতাড়ি।


সুকুমারের আবোলতাবোল
রবিকবির হরেক ছড়া
হুমড়ি খেয়ে দখল নিত
এক লহমায় হতো পড়া।

মনের ভিতর গাঁথা সবই
ওসব ভোলা যায় না কভু
ইচ্ছে করে ঝালাই আবার
যদিও সবই জানা তবু।


ঠাম্মা-দাদুর মুখের ছড়া
আয়েস করে শুনত শুয়ে
প্রাণবন্ত এমন সে সব
কোমল মনকে যেত ছুঁয়ে।