সাজি নিয়ে রোজ সকালে
বাগানে ফুল তুলি
ভেসে আসে পাখির ডাক
হৃদয় ওঠে দুলি।


বাগানজুড়ে ফুটে থাকে
কত রকম ফুল
শীতল বায়ে দোলায় মাথা
যেন কানের দুল।


ঘাসের ডগায় শিশিরকণা
আলোতে ঝলমল
গন্ধভরা শিউলি হিজল
ভরায় ভূমিতল।


স্নিগ্ধ সকাল প্রলেপ দেয়
শরীর এবং  মনে
গুনগুনিয়ে  গেয়ে উঠি
একেলা নির্জনে।


পূজার ফুল তুলে নিয়ে
বেদিতে যেই বসি
পায়ের কেছে কনকচাঁপা
পড়ল দুটি খসি।


বৃন্ত থেকে চ্যুত চাঁপা
যেই না গুঁজি খোঁপায়
ঠিক তখনই কদম ডালে
কোকিল কুহু গায়।


সাজি হাতে এগিয়ে চলি
খুশির রেখা ঠোঁটে
পোষা বিড়াল পা জড়িয়ে
কাপড় বেয়ে ওঠে।